সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


হিপ-হপে নাচলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, হাসালেন সবাইকে; নেটিজেনদের প্রতিক্রিয়া

রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ০০:৪৭

ছবি: সংগৃহীত

তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। ভাবছেন, বাংলা গানের কোন কমলার কথা বলছি। না তা নয়, বলছি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথা। সম্প্রতি তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিও নিয়েই লোকজন বেশ ঠাট্টা-তামাশা করছেন। ৫৮ বছর বয়সী কমলা হ্যারিস হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়।

বিপত্তি বাঁধে ২২ সেকেন্ডের ওই নাচের ভিডিওটি নিয়েই। সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করেন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান। ওই ভিডিওর ক্যাপশনে লোগান লেখেন, হিপ হপ পার্টিতে কমলা হ্যারিসের ঠাকুমার নাচ।

এরপর থেকেই হাসি-তামাশার পাত্র হয়ে উঠেছেন কমলা হ্যারিস। ভিডিওটি এরইমধ্যে ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।

কমলার ওই নাচের ভিডিও সম্পর্কে মন্তব্য করে একজন লিখেছেন, আপনি যখন একটি নির্দিষ্ট বয়স পার করবেন এবং আপনার শরীরের আকার-আকৃতিতে পরিবর্তন আসবে। তখন আপনাকে ঢিলেঢালা পোশাকেই বেশি আকর্ষণীয় লাগবে।

অপর একজন লিখেছেন তাকে বয়স্ক খালাদের মতো লাগছিল। আরেকজন লিখেছেন, কী এক বিব্রতকর অবস্থা। একজনের মন্তব্য- আমি আমার খারাপ নাচের বিষয়ে বেশ সচেতন ছিলাম। এখন আমি আমার নাচের ব্যাপারে আত্মবিশ্বাসী।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top