গাাজয় ইসরায়েলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
Nasir Uddin | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৭:৪২
 
                                        ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় আরো অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। মৃতদেহগুলো অবরুদ্ধ অঞ্চলটির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এই ভূখণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ২০০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে আরও বলা হয়েছে, ইসরায়েল দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত সপ্তাহ থেকে গাজায় বর্বরোচিত হামলা শুরু করলে কমপক্ষে ৮৩০ জন নিহত এবং ১,৭৮৭ জন আহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষের মতে, ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়াও, গাজায় চলমান আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চলছে।
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।