রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কাইরান কাজীর স্পেসএক্স ছাড়ার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫, ১৪:৩৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বালক কাইরান কাজী স্পেসএক্সের চাকরি ছেড়ে নতুন পথ বেছে নিলেন। মাত্র ১৪ বছর বয়সে স্পেসএক্সে যোগ দেওয়া কাইরান এখন ওয়ালস্ট্রিটের সিটাডেল সিকিউরিটিজে ডেভেলপার হিসেবে কাজ করবেন।

ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদনের পরে এক্সে প্রতিক্রিয়া দেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। তিনি লিখেছেন, এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি।

কাইরান জানান, স্পেসএক্সে দুই বছর কাজ করার পর তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। সিটাডেল সিকিউরিটিজে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সের জটিল প্রকল্পে দ্রুত ফলাফলের দেখা পাবেন বলে মনে করছেন।

১৬ বছর বয়সী কাইরান সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের ১৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্নাতক। মাত্র ১৪ বছর বয়সে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিয়েছেন। ছোট বয়স থেকেই তার প্রতিভা নজর কাড়ছিল।

স্পেসএক্সে তার ভূমিকা তাকে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে স্বীকৃতি এনে দিয়েছে, দেখিয়ে দিয়েছে যে বয়সের বড় বাধা নয়—উদ্ভাবনের জন্য প্রয়োজন কেবল দক্ষতা ও প্রতিভা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top