বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

প্রায় দেড় যুগ পর

দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপিতে প্রস্তুতি, অভ্যর্থনার ব্যাপক আয়োজন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯

ছবি: সংগৃহীত

প্রায় দেড় যুগ যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে দলজুড়ে অভ্যর্থনা ও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

দলের বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা, উঠান বৈঠক ও নির্দেশনা সভা অনুষ্ঠিত হচ্ছে। অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এই বিশেষ দিনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

দলের নেতা-কর্মীরা জানান, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই বিএনপিতে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রতিটি সাংগঠনিক ইউনিটকে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিস্তারিত আলোচনা করা হয়েছে কিভাবে তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হবে।

অভ্যর্থনা কমিটি-এর আহ্বায়ক হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এবং সদস্য সচিব সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কমিটিতে ১০টি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা রয়েছেন।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

সূত্র জানায়, দেশে ফিরে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বরণ করা হবে। এ সময় বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যাবেন। রাস্তার দুই পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন।

দলে আরও জানানো হয়েছে, তারেক রহমান গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর বাসা-এ উঠবেন, যা খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’-র পাশেই। গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর জন্য কক্ষ প্রস্তুত করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশবাসী আমাদের নেতার অপেক্ষায় আছে। ২৫ ডিসেম্বর দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন।”

দলের সূত্র জানায়, দেশে ফেরার পর নির্বাচনী মাঠে সরাসরি অংশ নেবেন তারেক রহমান। বিএনপি বিভাগীয় পর্যায়ে সমাবেশ এবং জনসভা আয়োজনের পরিকল্পনা করছে। সম্প্রতি অনুষ্ঠিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top