নকল কিউআর কোডে টাকা হাতিয়ে নেওয়ার দাবি

বাবরি মসজিদ নির্মাণের নামে অনুদান জালিয়াতির অভিযোগ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১২

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বড়সড় অনুদান জালিয়াতির অভিযোগ উঠেছে। মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত কিউআর কোড নকল করে সাধারণ মানুষের অনুদানের টাকা ভুয়া অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, প্রতারকেরা ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে একটি ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়া কিউআর কোড তৈরি করেছে। সাধারণ মানুষ ওই নকল কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে অর্থ সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বরখাস্ত হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানান। ওই অনুষ্ঠানে দানবাক্সের পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার জন্য কিউআর কোডের ব্যবস্থাও করা হয়েছিল।

প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসতেই বহরমপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হুমায়ুন কবীর এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। শিলান্যাসের সময় সৌদি আরব থেকে ধর্মগুরুদের আগমন ও হায়দরাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনার দাবি পরে ভুল প্রমাণিত হয়। সে সময় তিনি এটিকে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অনুদান জালিয়াতির অভিযোগে ফের চাপে পড়লেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top