যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানিতে আজ থেকে ৫০% শুল্ক কার্যকর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১২:৩৭

আজ থেকে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যের ওপর কার্যকর হলো ৫০ শতাংশ শুল্কের বোঝা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অনেকেই বাণিজ্যিক নিষেধাজ্ঞা হিসেবে দেখছেন।
সবচেয়ে বেশি আঘাত হেনেছে ভারতের গার্মেন্টসশিল্পের কেন্দ্র তিরুপুরে। সেখানকার কারখানায় অর্ডার স্থগিত হওয়ায় অনেক কর্মীকে বসিয়ে রাখা হয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন—ক্রিসমাস মৌসুমে ব্যবসার অর্ধেক অর্ডার আসে, কিন্তু এবার শুল্কের কারণে সেই সুযোগ হাতছাড়া হচ্ছে।
তিরুপুর থেকেই বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয় টার্গেট, ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো ব্র্যান্ডে। কিন্তু শুল্ক বৃদ্ধির ফলে ভারতের শার্ট মার্কিন বাজারে এখন বাংলাদেশ, ভিয়েতনাম কিংবা চীনের তুলনায় অনেক কম প্রতিযোগিতামূলক হয়ে পড়েছে।
শুধু পোশাক নয়, ভারত থেকে যুক্তরাষ্ট্রে হিমায়িত চিংড়ি, রত্ন ও গয়নাও যায়। প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা জড়িত এই শিল্পে। কিন্তু ক্রেতাদের অর্ডার বন্ধ হয়ে যাওয়ায় এখন অনেক কারখানায় মাসে কাজ হচ্ছে মাত্র ১৫ দিন। বিশেষজ্ঞরা বলছেন—ভারতকে দ্রুত নতুন বাজার খুঁজে নিতে হবে, নইলে এই শুল্কভার থেকে উত্তরণের পথ সহজ হবে না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।