ইন্দোনেশিয়ায় বিক্ষোভে নিহত ৬, নিখোঁজ ২০ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

ইন্দোনেশিয়ায় বিক্ষোভ পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। আইনপ্রণেতাদের জন্য বিশেষ সুবিধা প্রদানের ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংস্থা জানিয়েছে—এ পর্যন্ত অন্তত ৬ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ২০ জন।
বিক্ষোভের সূত্রপাত ঘটে, যখন আধাসামরিক পুলিশ ইউনিটের হাতে এক তরুণ ডেলিভারিম্যানকে হত্যার ফুটেজ প্রকাশ পায়। এর পরই রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
কন্ট্রাএস জানিয়েছে, ১ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ জন নিখোঁজের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে অনুসন্ধান শেষে ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘ বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের তদন্তের আহ্বান জানিয়েছে। রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে, তবে বিক্ষোভকারীরা সংসদের সামনে এবং অন্যান্য শহরেও অবস্থান নিয়েছেন। দেশটির সাবেক জেনারেল ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।