ভারত-মার্কিন সম্পর্ক: লুটনিকের হুঁশিয়ারি ও শুল্ক সতর্কতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৭

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মন্তব্য করেছেন, কয়েক মাসের মধ্যে ভারত আলোচনা টেবিলে ফিরে আসবে এবং ক্ষমা চাইবে। রাশিয়ার তেল কেনার ঘটনায় নয়াদিল্লির কঠোর অবস্থানের পরও যুক্তরাষ্ট্রের দাবি স্পষ্ট।
লুটনিক জানান, ভারত এক বা দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তির চেষ্টা করবে। তবে সতর্কবার্তাও দেন—যদি নয়াদিল্লি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তাহলে আমেরিকায় রফতানিতে ৫০ শতাংশ শুল্ক দিতে হতে পারে।
এর আগে ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। সোশ্যাল মিডিয়ায় তিন দেশের নেতা—জিনপিং, পুতিন ও মোদি—এর ছবি পোস্টও করেছেন তিনি।
লুটনিক আরও বলেন, ভারত বাজার খুলতে চাইলে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে চলতে চায়, চলুক। কিন্তু যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলে, ডলার ও আমেরিকার বাজারের জন্য প্রস্তুত থাকতে হবে চড়া শুল্কের সম্ভাবনার মুখোমুখি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।