রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

জেলেনস্কি বললেন যুদ্ধ শেষ না হলে মস্কো সফর হবে না

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন—যতক্ষণ যুদ্ধ চলছে, ততক্ষণ তিনি মস্কো যাবেন না। বরং পুতিন চাইলে কিয়েভে আসতে পারেন।

জেলেনস্কি স্পষ্ট করে বলেন—আমার দেশ প্রতিদিন ক্ষেপণাস্ত্র আর আক্রমণের শিকার হচ্ছে, আমি এই সন্ত্রাসীর রাজধানীতে যেতে পারি না। তবে তিনি পুতিনের সঙ্গে যেকোনো ফরম্যাটে বৈঠকে রাজি আছেন।

এদিকে পুতিনও জানিয়েছেন, বৈঠক নাকচ করেননি, কিন্তু এর জন্য প্রস্তুতি দরকার। তবে জেলেনস্কির সঙ্গে বসার ব্যাপারে তার তেমন আগ্রহ নেই।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তার কূটনৈতিক ব্যর্থতা। ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি পুতিনকে রাজি করাতে পারেননি।

ইউক্রেনীয় সেনারা দাবি করছে—বর্তমানে সাত লক্ষ রুশ সেনা ইউক্রেনে অবস্থান করছে, যাদের বড় অংশ দোনেৎস্কে। উত্তর কোরিয়া শুধু সেনা নয়, গোলাবারুদ আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও সরবরাহ করছে। এমনকি রুশ বাহিনীর ৪০ থেকে ৬০ শতাংশ গোলাবারুদ এখন উত্তর কোরিয়ায় তৈরি। জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মস্কো সফর অসম্ভব!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top