অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে ১৫০ বছর বেঁচে থাকার স্বপ্ন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮

সম্প্রতি বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের সময় এক মজার আলোচনায় মাতলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টা হলো— অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব!
পুতিনের পক্ষের অনুবাদককে শিকে বলতে শোনা যায়— মানুষের অঙ্গ প্রতিস্থাপন বারবার করা গেলে নাকি বয়স হলেও তরুণ থাকা যাবে। এমনকি ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার ভবিষ্যদ্বাণীও করা হয়েছে!
তবে এটা কি আদৌ সম্ভব? গবেষণা বলছে, অঙ্গ প্রতিস্থাপন অবশ্যই জীবন বাঁচায়— কিন্তু এর স্থায়িত্ব সীমিত। যেমন: কিডনি টিকে ২০–২৫ বছর, লিভার প্রায় ২০ বছর, হার্ট ১৫ বছর আর ফুসফুস মাত্র ১০ বছর।
এছাড়া গ্রহীতাকে সারাজীবন শক্তিশালী অ্যান্টি-রিজেকশন ড্রাগ খেতে হয়, যার পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বয়স বাড়ার সঙ্গে শরীরও দুর্বল হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের সর্বোচ্চ আয়ু ১২৫ বছর— তার বেশি নয়। তাই অমরত্ব নয়, বরং সুস্থ দীর্ঘায়ুর দিকেই মনোযোগ দেওয়া জরুরি। ১৫০ বছর বেঁচে থাকার স্বপ্ন আপাতত বিজ্ঞানের চেয়ে কল্পনার দিকেই বেশি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।