সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

মার্কিন প্রস্তাবে সম্মত, আলোচনায় প্রস্তুত হামাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় বসতে প্রস্তুত। প্রস্তাবে উল্লেখ আছে, গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বন্দিদের মুক্তি হবে।

হামাস আরও জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক বিষয় পরিচালনার জন্য স্বাধীন ফিলিস্তিনি কমিটি গঠনের প্রস্তাবও সমর্থন করছে। তারা চাইছেন, পূর্ববর্তী চুক্তির মতো তা বাতিল বা প্রত্যাখ্যান না হোক।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রস্তাবে ইসরাইল পুরোপুরি সম্মত হয়েছে, তবে নেতানিয়াহুর কার্যালয় এখনো তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, বেশির ভাগই বেসামরিক নাগরিক। এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির সম্ভাবনা দেখা দিতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top