সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

নেপালে বিক্ষোভে নিহত ১৪, কারফিউ জারি পুলিশের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

ছবি: সংগৃহীত

নেপালে সরকারি বিরোধী বিক্ষোভে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। কাঠমান্ডু পোস্ট জানাচ্ছে—পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে প্রশাসন।

ঘটনার সূত্রপাত, যখন সরকার ২৬টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করে দেয়। ফেসবুক, ইউটিউব আর এক্স ব্যবহার বন্ধ হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামেন তরুণরা। তারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, লাঠিচার্জ এমনকি রাবার বুলেটও ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলার চেষ্টা করেছিল।

হাসপাতালের তথ্যমতে, ট্রমা সেন্টারে ছয়জন, সিভিল হাসপাতালে তিনজনসহ বিভিন্ন জায়গায় মোট ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কাঠমান্ডু জেলা পুলিশ জানিয়েছে, রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ।





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top