বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের মহাসচিবের পূর্ণ সমর্থন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫
গণতান্ত্রিক রূপান্তরের উদ্যোগে পূর্ণ সমর্থন ও সংহতি জানালেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থন দেন। উভয় পক্ষ রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন, জুলাই বিদ্রোহের সময়কার নির্যাতনের জবাবদিহিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রফেসর ইউনূস মহাসচিবকে জানান, একটি স্বাধীন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। তিনি বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনের জন্য আপনার সমর্থন প্রয়োজন।
প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, নির্বাচনে বাধা দিতে বিতাড়িত সরকার এবং তাদের মিত্ররা তথ্যবিভ্রান্তি প্রচারণা চালাচ্ছে। জবাবে মহাসচিব গুতেরেস এই রূপান্তর কর্মসূচির প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসাথে, তিনি সোমবারের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের জন্য ইউনূসকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।