গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব, নেতানিয়াহুর পূর্ণ সমর্থন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯
গাজায় যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর প্রকাশ করলেন তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনা।
সোমবারকে ‘শান্তির জন্য ঐতিহাসিক দিন’ আখ্যা দিয়ে ট্রাম্প ঘোষণা করেন, “আমরা যুদ্ধের সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।” পাশে দাঁড়িয়ে নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনার পূর্ণ সমর্থন জানান এবং বলেন, এটি ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য পূরণে সহায়ক হবে।
ট্রাম্প দাবি করেন, তিনি শুনছেন হামাসও এই উদ্যোগে রাজি হতে চায়। তবে, সংবাদ সম্মেলনের পর হামাস কর্মকর্তা মাহমুদ মারদাভি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা এখনো লিখিত পরিকল্পনা হাতে পাননি।
ট্রাম্পের স্পষ্ট বার্তা, সবাই ইতিমধ্যে এটি মেনে নিয়েছে, কিন্তু যদি হামাস এতে রাজি না হয়, তবে তোমাকে যা করতে হবে, তার জন্য আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নেতানিয়াহুর অবস্থানকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।