রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৭০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১২:১৭

ছবি: সংগৃহীত

টাইফুন রাগাসার ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বিপর্যয়ের মুখে ফিলিপাইন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এতে ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে তীব্র কম্পন অনুভূত হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৭০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একশ’র বেশি মানুষ। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু ও লেইটে দ্বীপের উত্তরাঞ্চল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৫ লাখের বেশি মানুষ এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটে আসেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং জরুরি সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top