রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

গাজায় সামরিক অভিযান থামিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:৩২

ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজা উপত্যকায় সামরিক অভিযান কমিয়ে এনেছে। কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পর প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আইডিএফকে হামলা থামানোর নির্দেশ দেন।

অপরদিকে, আর্মি রেডিও জানিয়েছে, আইডিএফ পুরোপুরি অভিযান থামায়নি। হামলা ও বোমাবর্ষণ বন্ধ করা হলেও তাদের অবস্থান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প ২০টি পয়েন্টের একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যা গাজায় যুদ্ধের অবসান নিশ্চিত করতে সাহায্য করবে। নেতানিয়াহু পরিকল্পনায় সম্মতি জানানোর পর হামাস তখনো সাড়া দেয়নি।

শুক্রবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন, তিনি জানান, যদি রোববারের মধ্যে হামাস সাড়া না দেয়, তাহলে ‘নরক’ নেমে আসবে। কয়েক ঘণ্টার মধ্যে হামাসের হাইকমান্ড জানায়, তারা ট্রাম্পের প্রস্তাব মেনে ইসরায়েলের জিম্মি মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে রাজি

হামাসের সম্মতির পর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প ও তার প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত তারা।

সূত্র: টাইমস অব ইসরায়েল



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top