খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর শোকবার্তা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
তিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ প্রকাশিত শোকবার্তায় বলেন, খালেদা জিয়ার প্রয়াণে তিনি দুঃখিত এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সর্বশক্তিমান আল্লাহ থেকে তাদের ধৈর্য ও শক্তি দান করার জন্য প্রার্থনা করেন।
দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশজুড়ে শোক ও সমবেদনা প্রকাশের স্রোত বইছে, এবং আন্তর্জাতিক মহলেও বিভিন্ন নেতারা শোকবার্তা জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।