স্মৃতি হয়ে রইল বেগম জিয়ার হাতে লাগানো সেই নিমগাছ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯
ফেনীর ফুলগাজীর মজুমদার বাড়ির দিঘির পাড়ে ২০০৮ সালের এক বিকেলে পরম মমতায় একটি নিম চারা রোপণ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ ১৭ বছর পর সেই চারাটি বিশাল মহীরুহ হয়ে ছায়া দিচ্ছে, কিন্তু নেই সেই মায়াবী হাতের মানুষটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে দেশনেত্রীর মহাপ্রয়াণের সংবাদ শ্রীপুর গ্রামে পৌঁছালে, বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা নিমগাছটি যেন হয়ে ওঠে শোকাতুর জনপদের নীরব সঙ্গী। বৃক্ষের গোড়ায় টাইলসে খোদাই করা নামটি ঝাপসা হলেও গ্রামের মানুষদের চোখে তা আজও জীবন্ত।
স্থানীয়রা জানান, ২০০৮ সালে পৈত্রিক বাড়িতে এসে নিজ হাতে রোপণ করেছিলেন ‘ফেনীর কন্যা’ বেগম জিয়া। পরিচর্যায় বেড়ে ওঠা এই বৃক্ষটির গোড়ায় তার নাম লেখা টাইলস এখন গ্রামের জন্য একটি স্মৃতিচিহ্ন।
কেবল নিমগাছই নয়, মজুমদার বাড়ির প্রতিটি কোণ যেন বেগম জিয়ার স্মৃতিতে স্পন্দিত। ঘরের চেয়ার, বিশ্রামের খাট, খাবারের টেবিল—সবকিছুতেই লেগে আছে তার স্পর্শ। বাড়ির স্বজনরা বলছেন, এই আসবাবপত্রগুলো এখন তাদের কাছে কেবল বস্তু নয়, বরং নেত্রীর অস্তিত্বের অংশ।
বেগম জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "বাড়িতে আসলে তিনি বড়দের যেমন শ্রদ্ধা করতেন, ছোটদের তেমনি অনেক বেশি আদর করতেন। তাকে হারিয়ে দেশ ও জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ হওয়ার নয়।"
বেগম জিয়া ২০০৮ সালে শেষবার বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করেছিলেন। নিজ এলাকায় জনসাধারণের জন্য তিনি অসংখ্য মাদ্রাসা, মসজিদ, স্কুল ও কলেজ নির্মাণ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।