ভেনেজুয়েলায় অস্থিরতার মাঝে স্টারলিংক বিনামূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১২:২৩
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত অস্থির পরিস্থিতিতে দেশটির সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড সেবা চালু করেছে ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ তাদের সেবা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স পরিচালিত এই প্রতিষ্ঠানটি ভেনেজুয়েলায় ‘নিরবচ্ছিন্ন সংযোগ’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।
দেশটিতে দীর্ঘদিন ধরে অনলাইন সেন্সরশিপ চলায় এবং মাদুরো সরকারের ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম বন্ধ রাখার ইতিহাসে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটবুকস জানিয়েছে, মার্কিন অভিযানের সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজধানী কারাকাসের অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণ ক্ষমতার রদবদল ও নিরাপদ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটি পরিচালনা করবে। ট্রাম্প আরও ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার ভেঙে পড়া অবকাঠামো মেরামত এবং অর্থনীতির চাকা সচল করতে শিগগিরই মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে প্রবেশ করবে। প্রয়োজনে দ্বিতীয় দফায় আরও বড় হামলার প্রস্তুতিও রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।