শেহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১১:১১
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
পাকিস্তান সরকার এক্স হ্যান্ডলে সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য জানায়।
বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিকেলে হাইকমিশনের শোকবইয়ে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শেহবাজ শরিফ ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।