বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

ট্রাম্পের দাবি:

আগামী ৩০ দিনে ভেনেজুয়েলায় কোনো নির্বাচন হবে না

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১২:২৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সোমবার (৫ জানুয়ারি) এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। এখন নির্বাচন করা সম্ভব নয়। মানুষ ভোট দিতে পারবে না।” তিনি আরও বলেন, দেশটিকে স্থিতিশীল করার পর নির্বাচন নিয়ে ভাবা সম্ভব হবে।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার জ্বালানি খাত পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলোকে সহায়তা করা হতে পারে। তার মতে, দেশটির জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ১৮ মাসেরও কম সময় লাগতে পারে, যদিও এতে বিপুল অর্থ ব্যয় হবে।

এর আগে, শনিবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা যুদ্ধে নেই, আমরা শুধু মাদক কারবারিদের বিরুদ্ধে কাজ করছি।”

ট্রাম্প জানান, ভেনেজুয়েলার পরিস্থিতি পরিচালনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারসহ শীর্ষ কর্মকর্তারা যুক্ত থাকবেন।

ভেনেজুয়েলার চূড়ান্ত কর্তৃত্ব কার হাতে থাকবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি।”

মাদুরোকে সরানোর আগে বিরোধীদলীয় নেত্রী ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে দেখা গেছে। ট্রাম্প জানান, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন এবং সহযোগিতা বন্ধ করলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা সামরিক অভিযান চালানো হতে পারে।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনার বিষয়েও ট্রাম্প বলেন, “কংগ্রেস সবকিছু জানত এবং ভবিষ্যতে সেনা পাঠাতে হলেও নতুন অনুমোদনের প্রয়োজন হবে না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top