ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৪:৪১
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা বাকুলিনের কাছে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় এ ভূমিকম্পটি সংঘটিত হয়।
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বাকুলিন থেকে প্রায় ৬৮ কিলোমিটার (৪২ মাইল) পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল)। ভূমিকম্পটি উপকূলের কাছে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফিলিপাইনের ভূকম্পবিজ্ঞান সংস্থা ফিভোলক্স জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি এবং আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেক মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটে আসেন। সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের পুলিশ প্রধান জোয়ি মোনাটো বলেন, “ভূমিকম্পটি খুব বেশি শক্তিশালী ছিল না, তবে কম্পন অনুভূত হওয়ায় লোকজন আতঙ্কে বাইরে চলে আসে।”
এদিকে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
সুত্র: ইন্ডিয়াটাইমস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।