ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ভাঙচুর ও মসজিদে অগ্নি সংযোগ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:৪৯
ইরানে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরি সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সরকারি স্থাপনা ভাঙচুরের পাশাপাশি একটি মসজিদে আগুন দিয়েছে। এসময় বিক্ষোভকারীদের হাতে দেখা গেছে ১৯৭৯ সালের বিপ্লবের পূর্ববর্তী পতাকা।
মেহর নিউজ এজেন্সি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং রাজতন্ত্রের পক্ষেও আহ্বান জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীদের আগুনে একটি মসজিদ জ্বলছে। নিউইয়র্ক টাইমসকে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারীও এই দৃশ্য প্রত্যক্ষ করেছেন।
রাষ্ট্রীয় টিভিতে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষ বার্তায় বাবা-মায়ের উদ্দেশ্যে সতর্ক করা হয়েছে, “আপনার সন্তানদের বিক্ষোভে যেতে দেবেন না; যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তান আহত হয় বা প্রাণ হারায়, আমরা দায়ী থাকব না।”
এক নাম প্রকাশ না করা চিকিৎসক যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীকে জানিয়েছেন, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জনের লাশ পৌঁছেছে, যাদের ‘অধিকাংশই গুলিবিদ্ধ’। যদিও হতাহতের বিষয়ে ইরানের সরকার এখনও কোনো মন্তব্য করেনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।