ইরান বিক্ষোভের পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৪:১১
ইরানজুড়ে চলমান বিক্ষোভ তুরস্কের নজর কেড়েছে। আঙ্কারা আশঙ্কা প্রকাশ করেছে, এ বিক্ষোভ থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়াতে পারে। যদিও দীর্ঘদিন ধরে দুই দেশ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, তুরস্ক ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষাকে অগ্রাধিকার হিসেবে দেখছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, বর্তমান আন্দোলনের কারণে ইরান সরকারের পতন ঘটবে—এমনটা তারা ভাবছেন না। শনিবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি উল্লেখ করেন, এবারের বিক্ষোভ ২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের তুলনায় ছোট পরিসরের।
তবে কিছু বিশ্লেষক ফিদানের এই মন্তব্যের সঙ্গে একমত নন। তাদের মতে, ১৯৯৯ সালের পর ইরানে এত বড় বিক্ষোভ হয়নি, বিশেষ করে তরুণদের ব্যাপক অংশগ্রহণ আন্দোলনটিকে তাৎপর্যপূর্ণ করেছে।
ফিদান বলেন, ইরান গত তিন দশকে নেওয়া উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতির মূল্য এখন দিচ্ছে। এসব নীতির কারণে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দুর্বল করেছে, যার প্রভাব সরাসরি তরুণ প্রজন্মের জীবনে পড়েছে। তরুণরা মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো সমস্যার কারণে সরকারের প্রতি স্পষ্ট বার্তা দিচ্ছে।
এছাড়া তিনি অভিযোগ করেন, ইসরায়েল এই বিক্ষোভকে প্রভাবিত করছে। ফিদানের দাবি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি জনগণকে সরকারবিরোধী আন্দোলনে উৎসাহ দিচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।