মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৫:৩৮

সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার ফোনে কথা বলেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আলোচনায় ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সংলাপ ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

একই দিনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অভিযোগটি বলেছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলার জন্য পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতে পারে। তবে মন্ত্রণালয় এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফোনালাপ এমন এক সময়ে হয়েছে যখন ইরানে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে। ধারণা করা হচ্ছে, ইরান পাকিস্তানের সমর্থন আদায়ের চেষ্টা করছে। ইসলামাবাদ এখনও কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top