গাজায় হামাস পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৪:৩৩
দক্ষিণ গাজার খান ইউনিসে সোমবার হামাস পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাহমুদ আল-আস্তালকে চলন্ত গাড়ি থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খান ইউনিসের অপরাধ তদন্ত পুলিশের প্রধান ছিলেন। হামাস এই হত্যাকে ‘ইসরায়েলের সহযোগীদের কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে।
হামাসবিরোধী গোষ্ঠীর নেতা হুসাম আল-আস্তাল এ হত্যার দায় স্বীকার করেছেন। তিনি খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থানরত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “যারা হামাসের সঙ্গে কাজ করবে, তাদের পরিণতি হবে মৃত্যু। মৃত্যু তোমাদের দিকে এগিয়ে আসছে।” ভিডিওতে তিনি কালো সামরিক পোশাকে, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে দেখা গেছেন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, তারা হামলার পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকায় কোনো সামরিক অভিযানের বিষয়ে তারা জানেন না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।