সংসদে আর শুধু নৃত্যগীত হবে না,মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৬:৪০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী সংসদে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। তিনি বলেন, আমরা এমন একটি সংসদ চাই যেখানে শুধু নৃত্যগীত হবে না, বরং মানুষের কথা বলা হবে, সন্ত্রাসীদের কোনো স্থান থাকবে না এবং দেশের গণতান্ত্রিক অধিকার ও মানুষের উন্নয়নের বিষয়ে মনোনিবেশ করা হবে।
মঙ্গলবার দুপুরে চকরিয়ার চিরিঙ্গা পালাকাটা মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যা বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এমন সংসদ চাই যেখানে প্রশংসার স্তুতিবাক্যের চেয়ে মানুষের জন্য কথাবার্তা বলাই প্রধান হবে। এই সংসদে অবশ্যই বিরোধিতা থাকবে, কিন্তু জনগণের স্বার্থসংশ্লিষ্ট আলোচনাই মূল লক্ষ্য হবে।”
তিনি বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের অগ্রযাত্রার দিক নির্ধারণ করবে এবং এটি দেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সালাহউদ্দিন আরও বলেন, “শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যা প্রস্তুতি আমরা করেছি, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আগামী নির্বাচন জাতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে পরিচিত হবে।”
এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ ও সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।