শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়ালো, সীমিত নেট চালু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ১৩:২১

ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় প্রায় ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর দেশটির সরকার সীমিত পরিসরে মোবাইল নেটওয়ার্ক চালু করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানজুড়ে বিক্ষোভে ৩,০৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২,৮৮৫ জন বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন-পীড়নের কারণে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাজধানীতে গত চার দিন ধরে তুলনামূলক শান্তি রয়েছে। শহরের ওপর দিয়ে তারা ড্রোন উড়তে দেখেছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের বিক্ষোভের কোনো লক্ষণ দেখা যায়নি। ইরানের উত্তরাঞ্চলীয় ক্যাস্পিয়ান সাগরের তীরবর্তী শহরগুলোতেও রাস্তাগুলো শান্ত দেখা গেছে।

গত বছরের ২৮ ডিসেম্বরে অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় শাসনব্যবস্থা উৎখাতের দাবিতে দেশজুড়ে আন্দোলনে রূপ নেয়

প্রায় ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইরানে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। বিদেশে থাকা কয়েকজন ইরানি এক্টিভিস্ট জানিয়েছে, শনিবার ভোরে তারা ইরানে বসবাসকারী স্বজনদের কাছে অনলাইনে বার্তা পাঠাতে পেরেছেন।

পরিস্থিতি কিছুটা শান্ত হলেও নতুন করে রক্তপাত হলে ‘গুরুতর পরিণতি’ হতে পারে, এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, ইরানে সামরিক হামলা কেন এড়ানো হয়েছে, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্প বলেন, “গতকাল আটশর বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেয়া হয়নি—ফাঁসিগুলো বাতিল করা হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top