সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এর অভিনেত্রী কিয়ানা আন্ডারউডের মৃত্যু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৬, ১৪:৩৯
মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় কমেডি সিরিজ ‘অল দ্যাট’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী কিয়ানা আন্ডারউড আর নেই। শুক্রবার (১৬ জানুয়ারি) নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৩ বছর।
সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট উইকলি-র প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক সিটির ডেপুটি কমিশনার অফিসের পাবলিক ইনফরমেশন বিভাগের এক মুখপাত্র জানান, শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পিটকিন অ্যাভিনিউ ও মাদার গ্যাস্টন বুলেভার্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ধূসর রঙের গাড়ি কিয়ানা আন্ডারউডকে ধাক্কা দেয়।
পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় তার মাথা ও শরীর গুরুতরভাবে থেঁতলে যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন জরুরি চিকিৎসা সেবাকর্মীরা (ইএমএস)। দুর্ঘটনার পরপরই গাড়িটির চালক পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) হাইওয়ে ডিস্ট্রিক্ট জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত কর্তৃপক্ষ নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও পরে পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিনেত্রী কিয়ানা আন্ডারউডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
কিশোরদের জনপ্রিয় নেটওয়ার্ক নিকেলোডিয়ন-এর স্কেচ কমেডি শো ‘অল দ্যাট’-এর ১০ম সিজনে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। ওই সিরিজে তার সহশিল্পী ছিলেন আমান্ডা বাইনস ও কেনান থম্পসন। আইএমডিবি সূত্রে জানা যায়, ২০০৪ ও ২০০৫ সালে সিরিজটিতে নিয়মিত দেখা গেছে তাকে।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিল কসবি নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘লিটল বিল’। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত চারটি সিজনে এই সিরিজে অভিনয় করেন তিনি। এতে আরও ছিলেন ফিলিসিয়া রামাদ, গ্রেগরি হাইন্স, টাইলার জেমস উইলিয়ামস ও রুবি ডিও।
১৯৯৯ সালে কিয়ানা নির্বাচিত হন ‘দ্য 24 আওয়ার ওম্যান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য। এতে রোজি পেরেজ, প্যাটি লুপোন ও ওয়েন্ডেল পিয়ার্সের সঙ্গে কাজ করেন তিনি। এছাড়া ২০০১ সালে ‘সান্তা, বেবি’ সিনেমায় কণ্ঠ দেন কিয়ানা আন্ডারউড। সিনেমাটিতে গ্রেগরি হাইন্স, প্যাটি লাবেল, ভেনেসা উইলিয়ামস ও আর্থা কিট অংশ নেন।
পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, জনপ্রিয় মিউজিক্যাল ‘হেয়ারস্প্রে’-এর প্রধান জাতীয় সফরে অভিনয়ের জন্যও নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।
হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত তার সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।