মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৫:৩৩

সংগৃহীত

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে কেনার বা দখলের নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে।

নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, এটি একটি নিয়মিত প্রতিরক্ষা কার্যক্রম এবং কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। বেসটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। নোরাড জানিয়েছে, এই মোতায়েনের বিষয়ে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকে আগেই অবহিত করা হয়েছে।

পিটুফিক স্পেস বেস উত্তর-পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত এবং আগে থুলে এয়ার বেস নামে পরিচিত ছিল। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, বিপুল খনিজ সম্পদ এবং আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ট্রাম্প প্রশাসনকে দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে আগ্রহী করে তুলেছে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন, নোরাড এই মোতায়েনকে রুটিন মহড়া হিসেবে উল্লেখ করেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সামরিক উপস্থিতি এবং কূটনৈতিক উত্তেজনা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও আর্কটিক অঞ্চলের ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এখনও বিক্রির কোনো সুযোগ নেই বলে পূর্বে স্পষ্ট জানিয়েছে।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top