শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

গ্রিনল্যান্ড সফরে ডেনমার্কের প্রধানমন্ত্রী, ট্রাম্পের হুমকিতে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪২

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষাপটে দ্বীপটি সফর করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান। এ সময় তিনি সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ডবাসী বর্তমানে একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছেন।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন জানিয়েছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়েই এগোতে হবে। এরই মধ্যে ডেনিশ ও মার্কিন কূটনীতিকরা বৈঠক করে ভবিষ্যৎ কৌশল নিয়ে পরিকল্পনা করেছেন।

গত কয়েক দিন ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে দেশটির সরকার স্পষ্ট করেছে—এই অঞ্চলের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলের বিষয়ে তার অনড় অবস্থান তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে ডেনমার্ক ও ন্যাটো একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী আর্কটিকে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে একমত হওয়ার কথা জানান। ব্রাসেলস থেকে সরাসরি নুকে গিয়ে তিনি বলেন, “আমরা একটি গুরুতর পরিস্থিতির মধ্যে আছি। এখন একটি কূটনৈতিক ও রাজনৈতিক পথ প্রস্তুত করতে হবে, যা ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একসঙ্গে অনুসরণ করবে।”

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশলগত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করতে আগ্রহী ইতালি। অন্যদিকে চীনের বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান ইউরোপ–যুক্তরাষ্ট্র সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে।

তথ্যসূত্র: রয়টার্স

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top