মির্জা ফখরুলের মন্তব্য: ড. ইউনূসের জাতিসংঘ ভাষণ শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণকে শক্তিশালী ও ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ভাষণে সরকারের সংস্কার কর্মসূচি ও জাতীয় ঐক্য উভয়ই প্রতিফলিত হয়েছে। তিনি আরও বলেছেন, এক বছরের মধ্যেই দেশের অর্থনীতি ও রাজনীতি আপেক্ষিকভাবে স্থিতিশীল করার চেষ্টা শুরু হয়েছে।

তিনি এই ভাষণের প্রশংসা করে বলেন, প্রধান উপদেষ্টা বিরোধী দলগুলোকে অন্তর্ভুক্ত করেছেন—যা ইতিহাসে প্রথমবারের মতো ঘটল। মূল উদ্দেশ্য ছিল দেশের জন্য ঐক্য প্রদর্শন।

বিএনপির দীর্ঘদিনের সংস্কারের প্রস্তাব, যেমন ২০১৬ সালের ভিশন ২০৩০ এবং ২০২২ সালের ৩১ দফা কর্মসূচি, এসবকথা ভাষণে স্পষ্ট হয়েছে। ফখরুল মনে করেন, রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির সংস্কার ছাড়া জাতিকে এগিয়ে নেওয়া কঠিন হতো।

ফখরুল জানান, বিএনপি পিআরের বিষয়ে স্পষ্ট—নিম্নকক্ষে বা উচ্চকক্ষের পক্ষে নয়। তবে এ ধরনের বিষয়গুলো ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান হবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top