বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

গকসু নির্বাচনে ভিপি পদে ১ ভোট পেলেন ছাত্রদল সভাপতি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩

ছবি: সংগৃহীত

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি ভোট পেয়েছেন মো. নির্জন নামে এক প্রার্থী।

গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। ফলাফলে দেখা যায়, ভিপি পদে ৯ প্রার্থীর মধ্যে মাত্র একমাত্র ভোট পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নির্জন। এবারের নির্বাচনে মোট ৫৭ জন প্রার্থী ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৭৬১ জন।

মো. নির্জন গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের গণ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।

নির্বাচনের আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি গকসু নির্বাচন থেকে স্বেচ্ছায় প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অফিসে তার আবেদন তৎক্ষণাৎ কার্যকর হয়নি। ফলে তার নাম ভুলবশত ব্যালটপেপারে অন্তর্ভুক্ত হয়েছে।

মুঠোফোনে জানালে নির্জন বলেন, “আমি ১৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেছি, কিন্তু শেষ চূড়ান্ত তালিকা প্রকাশের পর আবেদন গ্রহণযোগ্য হয়েছে কি না তা আমি নিশ্চিত নই।”

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের সদস্য সচিব একেএম সাইফুল্লাহ জানান, চূড়ান্ত তালিকা প্রকাশের (১৪ সেপ্টেম্বর) পর প্রার্থীতা প্রত্যাহারের আবেদন গ্রহণযোগ্য নয়। তবে কে কখন প্রার্থীতা প্রত্যাহার করেছেন তার বিস্তারিত তথ্য আগামীকাল (শনিবার) জানানো হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top