মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

রাকসু নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: শেষ মুহূর্তের প্রচারণা তুঙ্গে

রাজশাহী প্রতিনিধি।। | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা এখন তুঙ্গে। দ্বিতীয় দফায় টানা নবম দিনের মতো সোমবারও প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন হ্যান্ডবিল ও প্রচারপত্র নিয়ে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে সামনে রেখে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকবে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী।

প্রার্থীরা জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। কোনো বড় ধরনের অভিযোগ বা অঘটন ঘটেনি। তারা আশা করছেন, একটি অবাধ, সুষ্ঠু ও ধারাবাহিক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে ১৭টি হলের জন্য ৯টি ভবনে ১৭টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ৯৯০টি ভোট বুথ তৈরির কাজ শুরু হয়েছে আজ থেকে। ব্যালট পেপার হিসেবে ব্যবহার করা হবে ওএমআর শিট, যা গণনার জন্য ঢাকা থেকে আনা ছয়টি মেশিন প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার ও বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা স্থগিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হবে মঙ্গলবার রাত ১২টায়। মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার এবার ভোট দেবেন, এবং সব ভোট গণনা শেষ করতে সময় লাগবে অন্তত ১৫ ঘণ্টা, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top