স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘লালন স্মরণোৎসব ১৪৩২’
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৮
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ‘লালন স্মরণোৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল—“মানুষ ভজলে সোনার মানুষ হবি”, যা লালন ফকিরের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চিন্তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই আয়োজনের উদ্যোগ নিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটি।
লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার জিয়াউল হাসান, যিনি লালনের জীবন, কর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মতিন রহমান, ফ্যাকাল্টি সদস্য ড. ভাস্বর ব্যানার্জি, শাহানারা এফ. চৌধুরী, সাকিরা পারভীন, তানিয়া সুলতানা এবং রীপা রয়।
অনুষ্ঠানে লালনের অসাম্প্রদায়িক বিশ্বাস, মানবতত্ত্ব ও বাণীর চিরকালীন আবেদন নিয়ে আলোচনা হয়। লালনের গান, নৃত্য ও নাট্য পরিবেশনার মাধ্যমে তার জীবনদর্শন ও মানবপ্রেমকে শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়। গান, নাটক ও নৃত্যের মাধ্যমে প্রতিফলিত হয়েছে লালনের চিরন্তন বাণী— “মানুষ ভজলে সোনার মানুষ হবি”।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুরসালিন সরকার। নান্দনিক শিল্প নির্দেশনায় ছিলেন আফরা রুবাবা, অলিভ, সৌম্য, রিমন, তৌকির, মাহবুব ও তাহসিন। সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন হামিদ হাসান, স্বস্তিকা দত্ত মাম্পি, নুজহাত নাওয়ার ইসলাম রায়া, রেজাউল হাসান ও জয়, এবং সঙ্গীতে সহযোগিতা করেছেন সাদি, মালেক মিঠু ও জোনায়েদ। নৃত্য পরিবেশন করেন রুপালি বাহাদুর রুপা ও সুখী আক্তার নদী।
এছাড়াও নাটক ‘অচিন পাখি’ মঞ্চস্থ করা হয়, যার রচনা ও নির্দেশনা দেন আফরা রুবাবা। এতে অভিনয় করেন রিমন মিয়া, তৌকির আহমেদ, তাসিন নিষাদ ও আফরা রুবাবা। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির কোঅর্ডিনেটর আসিফ মাহমুদ, এবং তত্ত্বাবধানে ছিলেন কনভেনর রীপা রয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।