ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার ওপর পুলিশের হয়রানির অভিযোগ, অভিযুক্তদের শাস্তি দাবি ভিপি সাদিক কায়েমের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৮:৫৮
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ তোলেন।
সাদিক কায়েম দাবি করেন, সেদিন একই এলাকায় বহু শিক্ষার্থী হামলার শিকার হন, যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নিজের স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, পুলিশ বাহিনীর ভেতরে রাজনৈতিক আশ্রয়ে থাকা কিছু অসাধু ব্যক্তি এখনো সক্রিয় রয়েছে। তার মতে, বাহিনীর পোশাকে পরিবর্তন এলেও অনেক সদস্যের আচরণে পূর্বের রাজনৈতিক আনুগত্যের প্রভাব রয়ে গেছে, যা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যারা—তার ভাষ্য অনুযায়ী—বিতর্কিত রাজনৈতিক অবস্থানের পক্ষে বক্তব্য দিয়েছেন। এসব মন্তব্য তিনি তার পোস্টে উল্লেখ করেন।
স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই দোষীদের দায়মুক্তি মেনে নেওয়া হবে না।
তিনি আরও জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাফিয়াকে পুলিশ হেনস্তা করে। এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।