শারীরিক প্রতিবন্ধকতা অতিক্রম করে জকসু নির্বাচনে অংশ নিচ্ছেন সাজ্জাদ হোসাইন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৭
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজ্জাদ হোসাইন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। তিনি স্বামীশক্তি ও অধ্যাবসায় দিয়ে তার শিক্ষাজীবন এগিয়ে এনেছেন।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সাজ্জাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রায়ই নিজেদের ছোট করে দেখে এবং হীনমন্যতায় ভোগে। “আমি প্রধানত ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য,” তিনি বলেন।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ সাজিদ ভবন ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কোনো ভবনে লিফট বা হুইলচেয়ার ব্যবহারযোগ্য র্যাম্প নেই। ফলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা সহপাঠীদের সাহায্য ছাড়া ক্লাসে পৌঁছাতে পারেন না।
সাজ্জাদ হোসাইন আশ্বাস দেন, নির্বাচিত হলে তিনি ফিজিক্যাল চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য সমস্যা সমাধান এবং তাদের অধিকার আদায়ে কাজ করবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।