বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

আহত চবি শিক্ষার্থী ও অভিযুক্ত তিন ছাত্রদল নেতাকর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৪

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেদম মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে রাহমানিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মোহাম্মদ আলমাস মাহমুদ রাফিদ (সেশন ২০২০–২১) অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাদিউল আউয়াল সুজাত, এবং সংগঠনের নেতা ফাহিম, সাইদ মো. রিদওয়ান, আরিফসহ আরও কয়েকজন তাকে ঘিরে মারধর করে।

আলমাস দাবি করেন “পারমিশন ছাড়া পোস্টার প্রকাশে আপত্তি জানানোয় নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। পরে রাতের অন্ধকারে ডেকে নেওয়া হয়। ইট, কাঠ ও কলাগাছের কাঁধি দিয়ে মারধর করা হয়। সুজাত ইট দিয়ে মাথায় আঘাত করতে উদ্যত হন।”

রক্তাক্ত অবস্থায় প্রথমে চবি মেডিকেল সেন্টার এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শুভাশীষ চৌধুরী জানান “তার মাথার মাঝামাঝি স্থানে প্রায় ৩ ইঞ্চি গভীর ক্ষত ছিল।”

অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজাত বলেন “মারধরের কোনো ঘটনাই ঘটেনি। এটি চারুকলার অভ্যন্তরীণ বিরোধ। আমরা ঘটনাস্থলে থাকলেই হামলায় অংশ নিয়েছি এমন নয়।”

অন্য অভিযুক্ত রিদওয়ানও একই দাবি করেন “এটি বিভাগের বিবাদ, ছাত্রদলের নাম অযথা জড়ানো হচ্ছে।”

আরেক অভিযুক্ত ফাহিম বলেন “আলমাসের নামে আগেও নানা অভিযোগ ছিল। তদন্ত চলছিল। সেদিন তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয় এবং সবার ক্ষোভের কারণেই ধাক্কাধাক্কি হয়েছিল।”

চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান “ঘটনার বিষয়ে প্রশাসন অবগত। তবে কোনো পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top