রাবিতে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:০১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়ক অবরোধ করেন।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কাজলা এলাকার একটি ক্যানটিন থেকে দুই শিক্ষার্থীকে রামদা ঠেকিয়ে তুলে নিয়ে মারধর করে দুর্বৃত্তরা। হামলায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন—ফাইনান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী, যিনি আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, একই বিভাগের ২০২৩–২৪ সেশনের বকশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩–২৪ সেশনের মিনহাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ফারাবী ও বকশী ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০-১২ জন হেলমেট ও মাস্ক পরা দুর্বৃত্ত রামদা, হাতুড়ি ও পিস্তল নিয়ে হঠাৎ হামলা চালায়। একপর্যায়ে তারা ফারাবী ও বকশীকে ক্যানটিন থেকে জোরপূর্বক তুলে নেয়। মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্বৃত্তরা দুই শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে কাঠের গুঁড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ চালান। পুলিশ পরে পরিস্থিতি শান্ত করে।
ভুক্তভোগী বকশী জানান, হামলাকারীরা কমপক্ষে ১০টি মোটরসাইকেল নিয়ে উপস্থিত ছিল। তারা তাকে বাইকে তুলে নেওয়ার চেষ্টা করে, পরে রিকশায় নিয়ে অন্ধকারে বসিয়ে রাখে এবং প্রায় ৩০ মিনিটের পর ছেড়ে দেয়। তিনি কাউকে চিনতে পারেননি।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, “ক্যানটিনে ফারাবী ও বকশী খাবার খাচ্ছিলেন। হঠাৎ কয়েকজন হামলা চালায়। সবাই হেলমেট পরায় শনাক্ত করা যায়নি। খবর পেয়ে পুলিশকে অবহিত করেছি।”
মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, “দুই শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীরা এখনও শনাক্ত হয়নি। তবে জনি নামের একজনের নাম পাওয়া গেছে। হামলার কারণ ও দোষীদের সনাক্তের চেষ্টা চলছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।