জকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী সাংবাদিক আবুবকর সম্পদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:০৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু)–২০২৫-এ স্বতন্ত্র প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন আলো পত্রিকার সাংবাদিক আবুবকর সম্পদ। তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৯ নভেম্বর) আবুবকর সম্পদ আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক প্রোফাইলে প্রার্থিতা ঘোষণার বিষয়টি জানান। সাংবাদিক সম্পদ লিখেছেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতা করে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা খুব কাছ থেকে দেখেছেন। জুলাই আন্দোলন, আবাসন ভাতা আন্দোলনসহ সব আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং এসব বাস্তবতা জাতীয় পত্রিকায় তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি জানান, “শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রশাসনের কাছে তুলে ধরতে এবং নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে আমি স্বতন্ত্র প্যানেলে কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা ঘোষণা করেছি।”
নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে সাংবাদিক সম্পদ বলেন, “প্রতিশ্রুতি নয়, প্রমাণ নিয়ে আসবো”—এই স্লোগানকে সামনে রেখে জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করা, আবাসন সংকট দূর করা, খাবারের মানোন্নয়ন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, লাইব্রেরি সম্প্রসারণ, মেডিকেল সেন্টারের উন্নয়ন, বাস সংকট নিরসন এবং ক্যাম্পাসে বসার জায়গার সমস্যা সমাধান করতে কাজ করবেন।
সাংবাদিকতা থেকে নির্বাচনে আসার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, “দীর্ঘদিন সাংবাদিকতা করার ফলে সমস্যা ও তার সমাধান সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে। আমার পেশাদারিত্ব ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে উচ্চকণ্ঠে এসব সমস্যার সমাধানে কাজ করতে চাই।”
তিনি আরও প্রতিশ্রুতি দিয়েছেন, ঘোষিত প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হলে নিজেই পদত্যাগ করবেন। সাংবাদিক সম্পদ বলেন, “শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনৈতিক পরিমণ্ডলের বাইরের মানুষেরও শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমি এই কাজগুলো সম্পন্ন করতে পারবো।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।