রাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৩৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইনান্স বিভাগের দুই শিক্ষার্থীকে দুর্বৃত্তরা হামলা করে আহত করার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলতে থাকে।
১. ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার,
২. কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করা,
৩. সিসিটিভি ফুটেজ ডিলিট করায় কাজলা ক্যান্টিন বন্ধ ঘোষণা
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘সন্ত্রাসীর চামড়া তুলেই নেবো আমরা’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে’—ইত্যাদি।
অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়িকে চলতে দিচ্ছেন না বিক্ষোভকারীরা। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
আন্দোলনকারী আসিফুর রহমান বলেন, “২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। না হলে আন্দোলন আরও কঠোর হবে। পুলিশ ফাঁড়ির পাশে এতো কিছু হলো, অথচ তারা কিছুই করেনি। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে—এ কারণে ক্যান্টিন বন্ধের দাবি জানানো হয়।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, “পুলিশ চেষ্টা করছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।