ঢাবি বিজয় একাত্তর হলে আগুন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৯:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন যে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, হলের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর তিনবার ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।