মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

নামকরণের জটিলতা কাটিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প শুরু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:০০

সংগৃহীত

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অবশেষে প্রকল্প কাজ শুরু হচ্ছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থাপনে ভূমি অধিগ্রহণ ও মৌলিক অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ এর প্রার্থীরা, ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. পলাশ এবং খুলনার সাংবাদিকরা।

বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদ থাকবে—মেডিসিন, সার্জারি, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি এবং প্রিভেনটিভ অ্যান্ড স্যোশাল মেডিসিন। সঙ্গে থাকবে বিশ্বমানের হাসপাতাল। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের এমডি, এমএস, এমফিল কোর্স পরিচালনা করা হবে।

বর্তমান সময়ে খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও মাগুরা মেডিকেল কলেজসহ ৪টি বেসরকারি মেডিকেল কলেজ ও ৫টি নার্সিং কলেজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বর্তমানে খুলনা নগরের নিরালা এলাকায় ভাড়া বাড়িতে চলছে।

রেজিস্ট্রার এসএম আবু নাসের ফারুক জানান, স্থায়ী ক্যাম্পাস হবে বটিয়াঘাটা উপজেলার লবণচর থানার পাশে ৫০ একর জমিতে। একনেকে ২০২৪ সালের ৯ মে ১,৮৭৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। ২৭ অক্টোবর জিও জারি হওয়ায় প্রকল্পের কাজ শুরু হয়েছে।

মাস্টার প্ল্যান অনুযায়ী প্রথম পর্যায়ে ১১ তলা ডে সার্জারি ভবন, ৭ তলা ইউটিলিটি কমপ্লেক্স, ১৪ তলা ডরমিটরি ভবন, ১২ তলা প্রশাসনিক ভবন, ১১ তলা একাডেমিক ভবন, অভ্যন্তরীণ সড়ক, পুকুর, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, রেইন ওয়াটার হারভেস্টিংসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ হবে। দ্বিতীয় পর্যায়ে বিশ্বমানের হাসপাতালসহ অন্যান্য ভবন নির্মাণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ডা. রুহুল আমিন বলেন, “সবার প্রচেষ্টায় প্রকল্পের জটিলতা দূর হয়েছে। দ্রুত কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top