বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাকসু প্রধান নির্বাচন কমিশনারের ফের পদত্যাগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৫৮

সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহ্জামান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ‘পারিবারিক কারণ’ উল্লেখ করেছেন। এর আগে প্রথমবার গঠিত কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ড. ফেরদৌস রহমানও দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছিলেন। টানা দু’বার প্রধান কমিশনারের পদত্যাগে ব্রাকসু নির্বাচনের প্রশ্নচিহ্ন আরও বেড়ে গেছে।

এদিকে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নেন। তারা দাবি করেন, শীতকালীন ছুটির আগে এ বছরের মধ্যেই ব্রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, “পরপর দুবার নির্বাচন কমিশনের পদত্যাগ আমাদের কাছে ব্রাকসু বানচালের নাটক হিসেবে দেখাচ্ছে। আমরা কোনো টালবাহানা মানব না।”

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবী বলেন, “শীতকালীন ছুটির আগে ব্রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে আমরা সিন্ডিকেট সভাকক্ষের বাইরে অবস্থান করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে প্রশাসন গ্রহণযোগ্যতা হারাবে।”

গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ছয় সদস্যের ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। তখন ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে তিনি পদত্যাগ করেন। এরপর ১১ নভেম্বর ১১৭তম সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন পুনর্গঠন করে ড. শাহ্জামানকে প্রধান কমিশনার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীরা ব্রাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছেন। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশনের পর গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top