ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে

সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:১২

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল বাতিলের দাবিতে বিক্ষোভে নেমেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শতাধিক শিক্ষার্থীর এই হঠাৎ অবরোধে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কটি ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়েছে, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সেখানে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত নতুন ‘স্কুলিং মডেল’ তাদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে। তাই এ মডেল বাতিলের দাবিতে তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top