মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

চবি ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান: বাংলা মদের আস্তানা উন্মোচন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭

সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে বাংলা মদের একটি গোপন আস্তানা চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টার দিকে প্রক্টরিয়াল বডি, শিক্ষক ও নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রায় ৪০ লিটার বাংলা মদ জব্দ করা হয়। এ ঘটনায় একজন নারীসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ব্যক্তির পরিচয় জানা গেছে—সুমন চাকমা এবং তার সঙ্গে থাকা একজন নারী, যিনি নিজেকে সুমনের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন।

প্রক্টরিয়াল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের দক্ষিণ পাশে পাহাড়সংলগ্ন লিজ-করা জমিতে একটি ছোট ঘরে সুমন চাকমা মদ তৈরি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল টিম। পরে জব্দকৃত মদসহ সুমনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, জিজ্ঞাসাবাদে সুমন বাংলা মদ তৈরি ও বিক্রির পাশাপাশি বন্য শূকর, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের কথা স্বীকার করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের লিজ নেওয়া জমিতে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে লিজ বাতিল করা হবে এবং অনুমতি ছাড়া গাছ কাটার অপরাধে অর্থদণ্ড দেওয়া হবে।

প্রশাসনের এমন তৎপরতায় ক্যাম্পাসে অপরাধ দমনে আরও সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top