বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

মাইকিং করে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৩

সংগৃহীত

দেশজুড়ে শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষকদের অবস্থান স্পষ্ট হয়েছে জামালপুরে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌরসভার ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার সময় সহকারী শিক্ষকরা শিক্ষার্থীদের ফেরত পাঠানোর চেষ্টা করলে উপজেলা প্রশাসন হস্তক্ষেপ করে পরীক্ষা গ্রহণ করেন।

সকালে প্রথম শিফটে যথারীতি প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে সহকারী শিক্ষকরা পরীক্ষায় অংশগ্রহণ না করে তাদের বাড়ি ফেরত পাঠান। দুপুর ১২টায় দ্বিতীয় শিফটে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এলে একইভাবে ফেরত পাঠানোর চেষ্টা করেন তারা।

প্রধান শিক্ষিকা কাউছার জাহান পরিস্থিতি নিয়ন্ত্রণে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে বিষয়টি জানান। খবর পেয়ে ইউএনও নাজনীন আখতার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে পৌঁছান এবং স্থানীয়দের সহযোগিতায় পরীক্ষা শুরু করান। পাশের মসজিদের মাইক ব্যবহার করে শিক্ষার্থীদের আবার বিদ্যালয়ে আসার আহ্বান জানানো হয়।

সরেজমিনে দেখা যায়, শিক্ষক মিলনায়তনে চারজন সহকারী শিক্ষক অবস্থান করছেন, অন্যদিকে ইউএনও, প্রশাসনের কর্মকর্তারা ও প্রধান শিক্ষিকা পরীক্ষার দায়িত্ব পালন করছেন। মাঠে উদ্বিগ্ন অভিভাবকদের অবস্থান করতে দেখা গেছে।

প্রধান শিক্ষিকা কাউছার জাহান বলেন, “প্রতিদিন কাউকে না কাউকে বুঝিয়ে পরীক্ষা নিয়েছি। কিন্তু আজ সহকারী শিক্ষকরা কোনো সহযোগিতা না করে বরং শিক্ষার্থীদের ভুল বোঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে।”

আন্দোলনকারী শিক্ষক মাহবুবুর আলম বলেন, “আমাদের দুইজন শিক্ষক নিহত হয়েছেন, অসংখ্য শিক্ষক আহত হয়েছেন। আজ কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন পালন করছি। প্রয়োজনে ছুটি না কাটিয়ে পরীক্ষা নেব, কিন্তু আজ পরীক্ষা নেওয়া হবে না।”

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আরিফুল ইসলাম নামে এক অভিভাবক জানান, “বাচ্চাদের জিম্মি করে আন্দোলন করা মেনে নেওয়া যায় না। দায়ী শিক্ষকদের শাস্তির আওতায় আনা উচিত।”

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, “শিক্ষার্থীদের ফেরত পাঠানোর খবর পেয়ে বিদ্যালয়ে এসে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top