বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত থাকা সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সোমবার থেকে শুরু হবে। তার আগে রোববার ও সোমবার ক্লাস চলবে অনলাইনে। এরপর মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করবেন।”

উপাচার্য আরও জানান, আজকের বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারকে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এর আগে, ধারাবাহিক ভূমিকম্পের ঘটনায় শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির প্রেক্ষিতে ২৩ থেকে ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়া হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top