মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:২১

সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ স্থগিত করা হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকাবহ পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। উপাচার্য বলেন, “শোকাবহ এই সময়ে আমরা নির্বাচনের উৎসব চাই না। এ জন্য জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হচ্ছে।”

প্রাথমিক সময়সূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন। তবে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে এবং শোকের পরিবেশে নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়।

নির্বাচন স্থগিতের বিষয়টি ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশ প্রকাশ করেনি।

উপাচার্য জানিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার সঙ্গে সম্ভাব্য নতুন নির্বাচনের তারিখ আগামী ৬ জানুয়ারি হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top