বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনে সংগীত বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভরাডুবি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৭:৫৪

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সংগীত বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছে। এ বিভাগে প্যানেলটির জিএস ও এজিএস পদে একটি ভোটও পড়েনি, আর ভিপি পদে পেয়েছে মাত্র ৪টি ভোট।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে জকসু নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সংগীত বিভাগের ফলাফল ঘোষণার পর এসব তথ্য জানা যায়।

অন্যদিকে একই বিভাগে ছাত্রদল সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। জিএস পদে খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট এবং এজিএস পদে বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট।

এদিকে নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো জকসুর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত ২০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন এবং জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।

ঘোষিত ২০টি কেন্দ্রের ফল অনুযায়ী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট, জিএস পদে খাদিজাতুল কুবরা ১ হাজার ১০৪ ভোট এবং এজিএস পদে এবিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ১ ভোট।

অন্যদিকে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট, জিএস পদে আবদুল আলীম আরিফ ২ হাজার ৪৮৭ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ২২১ ভোট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top